ছানি অপারেশনে দেরি না করাই ভাল

ছানি অপারেশনে দেরি না করাই ভাল
Spread the love

বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ শিবাশিস দাশ, শঙ্করজ্যোতি আই ইনস্টিটিউট

‘ছানি’ শব্দটির সাথে আমাদের সকলেরই অল্পবিস্তর পরিচয় আছে। আমাদের দেশের ‘প্রিভেন্টেবেল ব্লাইন্ডনেস’-এর কারণগুলির মধ্যে ছানি অন্যতম। চোখের ক্রিস্টালাইন লেন্সের যেকোনো রকমের অস্বচ্ছতাকে সাধারণ ভাষায় ছানি বলা হয়ে থাকে। ছানির কোনও নির্দিষ্ট বয়স নেই। যদিও বয়স্ক মানুষজনের মধ্যে এর প্রকোপ বেশি (এজ রিলেটেড ক্যাটারাক্ট), কিন্তু সদ্যোজাত শিশু বা বাচ্চাদের মধ্যেও ছানির সংখ্যা নিতান্ত কম নয় (কনজেনিটাল বা ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট)। এ ছাড়াও, আঘাত জনিত কারণে আসা ছানি (ট্রম্যাটিক ক্যাটারাক্ট), স্টেরয়েড জাতীয় ওষুধের দীর্ঘদিন ব্যবহার জনিত ছানি (স্টেরয়েড ইনডিউসড ক্যাটারাক্ট), মেটাবলিক বা ডায়াবেটিক ক্যাটারাক্ট, ছানির এই বিভিন্ন রকমফেরও দৈনন্দিন জীবনে প্রায়ই চোখে আসে।

বেশিভাগ ক্ষেত্রেই রোগী আমাদের কাছে আসেন চোখে কম দেখার সমস্যা নিয়ে। রোগী যদি দুই চোখে একই পরিমাণ কম দেখেন, সেক্ষেত্রে অনেক সময়ই কম দেখার কথা সঠিকভাবে অনুভব করতে পারেন না। এমনকি কোনো রোগীর এক চোখে খুব কম দেখার কথাও জানা না পড়তে পারে অন্য চোখের দৃষ্টি ভালো থাকলে। নিয়মিত চোখের ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষা হতে থাকলে এই ধরনের অসুবিধার সম্ভাবনা এড়ানো যেতে পারে।

জেনে রাখা ভালো যে এই রোগের কোনো ওষুধের মাধ্যমে নিরাময় সম্ভব নয়। এর একমাত্র চিকিৎসা অস্ত্রোপচার। ছানি ধরা পড়লে যত তাড়াতাড়ি সম্ভব সেই চোখে ক্যাটারাক্ট সার্জারি করিয়ে নেওয়ার মাধ্যমে আগের মতো দৃষ্টির স্বচ্ছতা ফিরে আসতে পারে। বিশেষ করে পেডিয়েট্রিক ক্যাটারাক্ট বা শিশুদের মধ্যে ক্যাটারাক্ট-এর ক্ষেত্রে অকারণ দেরী আক্রান্ত চোখটিতে ‘অ্যাম্বলায়োপিয়া’ বা ‘লেজি আই’-এর জন্ম দিয়ে শিশুটির নজরের পাকাপাকিভাবে ক্ষতি করতে পারে। আধুনিক ফেকোএমালসিফিকেশন পদ্ধতিতে নামমাত্র কাটাছেঁড়া ও বিনা সেলাইতে খুব সহজেই অস্ত্রোপচার সম্ভব। ছানি পড়া লেন্সটির এমালসিফিকেশনের পরে চোখের ভিতরে বসানো হয় উন্নত মানের ইন্ট্রাঅকুলার লেন্স রোগীর দৃষ্টির
স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য। এই ধরনের আধুনিক অস্ত্রোপচারের ক্ষেত্রে রোগী পরের দিন থেকেই নিজের স্বাভাবিক জীবন যাত্রায় ফিরতে পারেন। বারণ বা নিষেধাজ্ঞার সংখ্যাও প্রায় না থাকার মতোই। সার্জারি বছরের যে কোন সময়েই করা চলতে পারে। এ ক্ষেত্রে বছরের বিশেষ কোনও মাসের কোনো আলাদা গুরুত্ব নেই। চক্ষু বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি, যিনি ছানির প্রভাবে কম দেখছেন, তাঁর উচিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উপযুক্ত স্টেজ-এ অস্ত্রোপচার।

ছানি থেকে মুক্তি পাওয়া কঠিন নয়। এর যথাযথ চিকিৎসার জন্য প্রয়োজন সার্বিক জনসচেতনতা এবং সেই সঙ্গে চক্ষু বিশেষজ্ঞের কাছে নিজের, নিজের পরিবারবর্গের ও প্রিয়জনদের চোখের নিয়মিত পরীক্ষা।


Spread the love

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *